বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রেই থাকেন দেশের অন্যতম সেরা সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।<br /><br />বিশেষ প্রয়োজনেই কেবল দেশে আসেন তিনি।<br /><br />এবার তেমনই বিশেষ একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসলেন ফুয়াদ।<br /><br /> ২৬ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল ২-এ অনুষ্ঠিত হলো ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’।<br /><br />বিশেষ এই কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ফুয়াদ। <br /><br />স্কাই ট্র্যাকার’র আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে তার সঙ্গে আরও গাইবেন ডি’রকস্টার শুভ, তাশফি, লিঙ্কন, এলিটা, রাফা, আলিফ, তাপস, জোহান, কনা, আনিকা, ফাইরুজ ও জেফার। <br /><br />কনসার্টের আয়োজক স্কাই ট্র্যাকার’র সিইও দোজা অ্যালান বলেন, ‘শীতের শুরুটা দর্শকদের সঙ্গে উপভোগ করতে আমাদের এবারের কনসার্ট।